মৌলভীবাজারে জাতীয় ছাত্রসমাজের বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা ও দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ (ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ)।
শুক্রবার ২৯ নভেম্বর রাতে শহরের পুরাতন হাসপাতাল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বওে পৌঁছে পথসমাবেশের মাধ্যেমে শেষ হয়। বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দাল হোসেন এর সভাপতিত্বে বিক্ষোভ পরবর্তী পথসমাবেশে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব সাদিকুর রহমান,যুগ্ম আহ্বায়ক ফৌজি আহমেদ,শিমুল আহমেদ, মো: ইমরান,মো: জিতু প্রমুখ। এ
সময় বক্তারা বলেন সন্ত্রাসী সংগঠন ইসকন ভারতের ইন্ধনে এদেশে নৈরাজ্য সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে তার প্রমাণ হল আদালত চত্ত্বরে আইনজীবী হত্যাকান্ড। এই সন্ত্রাসী ইসকন নিষিদ্ধ করে দ্রুত হত্যাকান্ডে জড়িতদের বিচার করতে হবে। কোন ভাবেই বাংলার মাটিতে সন্ত্রাসী,উগ্রবাদী ধর্মীয় মৌলবাদী জঙ্গি সংগঠন ইসকনকে ঠাঁই দেওয়া যাবে না।
মন্তব্য করুন