মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভায় উপজেলা ও পৌরসভা কমিটি বিলুপ্ত

November 15, 2024,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলার ৭টি উপজেলা ও ৫টি পৌরসভার কমিটি বিলুপ্ত করা হয়েছে।শুক্রবার ১৫ নভেম্বর রাতে মৌলভীবাজার শহরের একটি হোটেলের হলরুমে জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত জি কে গউস।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ-সংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এম নাসের রহমান, সদস্য হাজী মুজিবুর রহমানসহ জেলা বিএনপির ৩১ সদস্য উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয়, আহ্বায়ক কমিটির কোন সদস্য ভোটার নয়, আগামী ২৪-২৫ নভেম্বর সকল ইউনিট কমিটি গঠন করা করার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com