মৌলভীবাজারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ৪ দফা দাবিতে মানববন্ধন

September 15, 2021,

স্টাফ রিপোর্টার॥ আন্তর্জাতিকমানের ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সকে ৩ বছরে রূপান্তরে অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।
মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মুমিন এর পরিচালনায় ও বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ জেলা শাখার আহবায়ক রণধীর রায় এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন, জেলা শাখার আইডিইবি সভাপতি মোঃ কামরুজ্জামান, সহকারী প্রকৌশলী আবু নাসের, পলিটেকনিক ইনস্টিটিউট স্নেহময় বড়ুয়া প্রমুখ। পরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নির্দেশিত ৪ দফা বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com