মৌলভীবাজারে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

May 25, 2025,

স্টাফ রিপোর্টার : নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ শ্লোগান নিয়ে ভূমি মন্ত্রণালয় কর্তৃক জনবান্ধব ভূমি সেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দেবার লক্ষ্যে ২৫, ২৬, ২৭ মে তিন দিনব্যাপী মৌলভীবাজারে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

২৫ মে রোববার থেকে তিন দিনব্যাপী মৌলভীবাজারে ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। পরে ভুমি মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে এক র‌্যালি বের করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা: শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  তানভীর হোসেন, সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা মো: তাজ উদ্দিনসহ জেলা প্রশাসক কর্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অফিসারগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সেবা গ্রহীতা তথা সাধারণ নাগরিকরা ।

জনসাধারণ ভূমি মেলা-২০২৫ চলাকালিন সময়ে যে সুবিধা সমূহ পাবেন তার মধ্যে রয়েছে অনলাইনে ই-নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ, ভূমি উন্নয়ন কর প্রদান, এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ, ডাকযোগে ভূমি সেবা-মৌজা ম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর, অনলাইনে খতিয়ান প্রাপ্তি, ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যে কোন বিষয়ে জানতে হট লাইন সেবা (১৬১২২) এর উপযোগিতা সম্পর্কেও সচেতন করা হয়।

এছাড়া জনবান্ধব ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগসমূহ, নাগরিক তথা সেবা গ্রহীতাদের প্রাপ্তিসমূহ, ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা ইত্যাদি বিষয়সমূহ আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com