মৌলভীবাজারে পুরস্কার বিতরন ও সংবর্ধনা প্রদান
ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারের শাহ মোস্তফা একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরন এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩১ ডিসেম্বর সকাল ১১টায় প্রতিষ্ঠানের প্রাঙ্গনে ভাইস প্রিন্সিপাল মো: শাহীন মিয়ার পরিচালনায় ও প্রিন্সিপাল ইয়ামীর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মুজিবুর রহমান মুজিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, বিশিষ্ট সাংবাদিক এডভোকেট নুরুল ইসলাম শেফুল।
এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরন, পাবলিক পরীক্ষায় এপ্লাস প্রাপ্তদের সংবর্ধনা প্রদান, কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার প্রদান ও বর্ষসেরা শিক্ষিকাদের ক্রেস্ট প্রদান করা হয়।
মন্তব্য করুন