মৌলভীবাজারে পেশাদার গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

February 16, 2025,

স্টাফ রিপোর্টার : “ছাত্র-জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক মৌলভীবাজার পেশাদার গাড়িচালকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারি রোববার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজনে সৈয়দ শাহ মোস্তফা কলেজ কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, সড়ক পরিবহন আইন এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, শব্দদূষণ, শীতকালে কুয়াশায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানো, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রী সাধারণের সঙ্গে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে এ সংক্রান্ত লিফলেট, ব্রোশিয়ার বিতরণ করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন, মৌলভীবাজার বিআরটিএ এর পরিচাল মোঃ হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সৈয়দ শাহ মোস্তফা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুশফিকুর রহমান, সহকারি পরিচালক সেলিম উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর কামরুল হাসান, মৌলভীবাজার প্রেসক্লাব প্রতিনিধি সাংবাদিক মোঃ মাহবুবুর রহমান রাহেল, সির্ভিল সার্জন প্রতিনিধি ডা. মুরাদ আলম।
প্রসঙ্গত, পেশাদার ড্রাইভারদের রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রতি ১ মাস পর পর অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশ গ্রহণকারী ড্রাইভারদের প্রত্যেককে সম্মানী এবং দুপুরের খাবার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com