মৌলভীবাজারে বাজেট ঘোষনাকে স্বাগত জানিয়ে জেলা যুবলীগের মিছিল

স্টাফ রিপোর্টার॥ নতুন অর্থ বছরের বাজেট ঘোষনাকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী যুবলীগ।
১ জুন বৃহস্পতিবার দুপুর দেরটার দিকে জেলা যুবলীগ সভাপতি মোঃ নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন এর নেতৃত্ত্বে নেতা কর্মীদের সাথে নিয়ে শহরের চৌমুহনা এলাকা থেকে মিছিলটি আরম্ভ হয়ে সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। দেশের সর্ববৃহৎ ও গণমুখী বাজেট প্রনয়ণ করায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে অভিনন্দন লেখা শীর্ষক ব্যনার নিয়ে নেতাকর্মীরা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের উপর শ্লোগান দিতে দেখা যায় এসময় । গুরি গুরি বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা মিছিল শেষে শহরের শাহমোস্তফা গার্ডেন সিটির সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। সমাবেশে জেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি নাহিদ আহমদ নত’ন ঘোষিত বাজেটকে গণমুখী উল্লেখ করে সরকারকে ধন্যবাদ জানান। সমাবেশে জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন সহ যুবলীগে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন