মৌলভীবাজারে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

September 28, 2022,

স্টাফ রিপোর্টার॥ জলাতঙ্ক মৃত্যু আর নয়, সবার সঙ্গে সমন্বয়’ এ প্রতিপাদ্যে নিয়ে মৌলভীবাজারে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।
বুধবার ২৮ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রাণী সম্পদ বিভাগের যৌথ আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয় ।
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রাণী সম্পদ বিভাগের যৌথ উদ্যোগে সিভিল সার্জন এর কার্যালয়ের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মূর্শেদ এর নেতৃত্বে বের হয়। র‌্যালী শেষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুস সামাদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মূর্শেদ। বক্তব্য রাখেন প্রণী সম্পদ কর্মকর্তা ডা; ওয়াহিদুল আলম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, ডা: টমাস দে টিটু, ডা: আফজালুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ ও প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারি,স্বাস্থ্যকর্মী নার্স এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com