মৌলভীবাজারে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলাকারী দুই যুবলীগ গ্রেপ্তার

May 15, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারী প্রশান্ত দাশ ও শামসুল ইসলাম মিন্টু নামে যুবলীগের দুই নেতাকে  গ্রেপ্তার করেছে পুলিশ।

১৪ মে বুধবার  রাতে মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে উপজেলার মনু ব্যারেজ এলাকা থেকে প্রশান্ত দাশকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার পৃথক এক অভিযানে চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর এলাকা থেকে শামসুল ইসলাম মিন্টুকে গ্রেপ্তার করে।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত দুইজনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় সরাসরি যুক্ত ছিল। ৪ আগস্টের হামলার বিভিন্ন ছবি ও ভিডিও চিত্র পর্যালোচনায় তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com