মৌলভীবাজারে ভারতীয় নাসির বিড়ি ও সিএনজিসহ আটক ৩
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল সড়কের সরকারি উচ্চ বিদ্যালয় সম্মুখে থেকে ভারতীয় নাসির বিড়ি ও সিএনজিসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
২৮ আগষ্ট রোববার রাতে তাদেকে আটক করা হয় আটকৃতরা হলেন, মৌলভীবাজার সদর ইউনিয়নের বারহাল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে জাহাঙ্গির মিয়া (৩০) আমতৈল গ্রামের ফজল মিয়ার ছেলে জসিম মিয়া (৩৩) ও বারহাল গ্রামের বাদশা মিয়ার ছেলে লাল মিয়া(৩৫)।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন ভূইয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরাতন হাসপাতাল সড়কের সরকারি উচ্চ বিদ্যালয় সম্মুখে অভিযান চালিয়ে একটি সিএনজি মৌলভীবাজার চ ১১-৫২৮৯ নাম্বারের গাড়ীতে তিন জন সহ ৬৯ হাজার পিচ ভারতীয় নাসির বিড়ি সহ তাদেরকে আটক করা হয়। যার আনুমানিক বাজার মৃল্য ৬৯ হাজার টাকা মাত্র।
তিনি আরো জানান তাদের বির”দ্ধে মৌলভীবাজার মডেল থানায় ৩১/২৯.৮.১৬ বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন