মৌলভীবাজারে মাসব্যাপি অ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু

February 1, 2024,

স্টাফ রিপোর্টার॥ দেশের তৃনমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের বালক/বালিকাদের নিয়ে মাসব্যাপি মৌলভীবাজারে অ্যাথলেটিকস  প্রশিক্ষণ শুরু হয়েছে।
১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং মৌলভীবাজারে বালকদের নিয়ে মাসব্যাপি অ্যাথলেটিকস প্রশিক্ষণ মৌলভীবাজার জেলা ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় ।
অ্যাথলেটিক্স প্রশিক্ষনে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ক্রীড়া ক্লাব ও ক্রীড়া একাডেমীর ৪০ জন বালক ও বালিকা অংশগ্রহন করছে। মাসব্যাপি অ্যাথলেটিক্স প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের তালিকাভুক্ত অ্যাথলেটিক্স কোচ ফয়জুল হক। অ্যাথলেটিকস প্রশিক্ষণ জন্য প্রশিক্ষণার্থীদের মাঝে জেলা ক্রীড়া অফিস কর্তৃক ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা পরিষদ এর  চেয়ারম্যান আলহাজ্ব মিছবাউর রহমানের সভাপতিত্বে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম। মাসব্যাপি অ্যাথলেটিকস প্রশিক্ষণ অনুষ্ঠানে  জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ ও জেলার বিশিষ্ট ক্রীড়ানুরাগী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com