মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে অবস্থান কর্মসূচি পালন

March 24, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন।

সোমবার ২৪ মার্চ দুপুর আড়াইটায় ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতারের সম্মুখে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন সচেতন নাগরিক ফোরামের সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, লেখক ও গবেষক সৈয়দ কামাল আহমদ বাবু, সমাজকর্মী  খালেদ চৌধুরী, নাগরিক কমিটির ফাহাদ আলম, সচেতন নাগরিক ফোরাম (সনাফ) এর সৈয়দ জুয়েল আহমদ, এম মুহিবুর রহমান মুহিব,  মশিউর রহমান বেলাল, মাহমুদুর রহমান, সমাজকর্মী আবদাল হোসাইন, মাওলানা আব্দুল ওয়াজিদ, সৈয়দ আখতার হোসেন দুলন,নাজমুল খান, মোঃ মনির উদ্দিন, শেখ তামজিদ হোসেন অভি, আশরাফুল ইসলাম তানভীর, কামরান আহমদ, রেদওয়ান আহমদ ছামী, ইশতিয়াক হোসেন চৌধুরী, রকিব হোসেন ইমন, মোহাম্মদ সুমন, এম মুহিবুর, তারেক হাসান, নায়েব খান, সৈয়দ ইমরান আলী সহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা সদর জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উত্তীর্ণ করায় বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, হাসপাতালের বর্তমান সমস্যা দূরিকরণ, চিকিৎসা সেবার মান বৃদ্ধি ও দ্রুত মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com