মৌলভীবাজারে রানার ধামাকা সার্ভিস ক্যাম্প উদ্বোধন

মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজারে দুই দিন ব্যাপী বেঙ্গল মটরস এর আয়োজনে মোটরসাইকেল কোম্পানি রানার ধামাকা সার্ভিস ক্যাম্প এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার ১৯ এপ্রিল দুপুরে মৌলভীবাজার শ্রীমঙ্গল সড়কের সড়ক ভবন মোড়ে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম তাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যনিবাহী কমিটির সদস্য, মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক মোঃ মাহবুবুর রহমান রাহেল, ইউপি সদস্য মোঃ আজাদুর রহমান আজাদ, রানার জোনাল সার্ভিস ম্যানেজার আল ইমরান খান, জুনিয়র সার্ভিসি ইঞ্চিনিয়ার মোঃ সুহেল রানা, এক্সিকিউটিভ সার্ভিস মোঃ মাসুদ রানা, রানার ড্রাইভিং ট্রেনিং সেন্টার মোঃ জাহাঙ্গীর হোসেন, বেঙ্গল মটরস এর টেকনেশিয়ান মোঃ জিয়া উদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন