মৌলভীবাজারে শুরু হয়েছে আন্ত: কলেজ ফুটবল টুর্ণামেন্ট
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার এম সাইফুর রহমান ষ্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে আন্ত: কলেজ ফুটবল টুর্ণামেন্ট ২০১৬।
২৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। উদ্বোধনী খেলায় মৌলভীবাজার সরকারী কলেজ ৭-০ গোলে পরাজিত করে আজাদ বখত কলেজকে।
পুলিশ সুপার মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মোঃ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুকুর রহমান সিকদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, ফুটবল উপ-কমিটির সদস্য সচিব মোঃ আখতারুজ্জামান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী। নক-আউট পদ্বতির এ খেলায় জেলার ৭ উপজেলা থেকে মোট ২৩টি কলেজ অংশ নিয়েছে।
মন্তব্য করুন