মৌলভীবাজারে শেষদিনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

আশরাফ আলী॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিনদিন বাকী। কিন্তু নির্বাচনের বাকী তিন দিন থাকলেও ২৮ ডিসেম্বর সকাল ৮টায় নির্বাচনে প্রার্থীদের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হবে। সে হিসেবে আজই হচ্ছে নির্বাচনী প্রচারণার শেষ দিন। তাই শেষ সময়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
২৭ ডিসেম্বর বিকেলে মৌলভীবাজার চৌমূহনায় এম সাইফুর রহমান রোডস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে আওয়ামীলীগ সমর্থিত মহাজোটের প্রার্থী নেছার আহমদের নৌকার সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামলীগ সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান প্রমুখ।
অপরদিকে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমানের ধানের শীষের সমর্থনে সদর উপজেলার শেরপুরে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সভাপতি আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, বিএনপি নেতা হেলু মিয়া, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রমুখ।
মন্তব্য করুন