মৌলভীবাজারে সরকারি ভর্তুকির কম্বাইন্ড হারভেস্টার মেশিন হস্তান্তর

স্টাফ রিপোর্টার॥ দ্রুত বোরো ধান ঘরে তুলতে সরকারি ভর্তুকির ২ টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার ৬ এপ্রিল দূপুরে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চত্বরে দুই কৃষকের হাতে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেয়া হয়। সদর উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা বাস্তবায়ন ও মনিটরিং সেল-এর তত্ত্বাবধানে পরিচালন বাজেটের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার দেয়া হয়।
নদী ও হাওর অধ্যুষিত মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আফজল মিয়া ও নাজিরাবাদ ইউনিয়নের মুহিত আহমদকে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে। বিতরণ অনুষ্ঠানে মৌলভীবাজার কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবীদ কাজী লুৎফুল বারী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার সুব্রত কান্তি দত্ত সহ অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন