মৌলভীবাজারে সিভিল সার্জনের মতবিনিময়
ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার কমিউনিটি ক্লিনিক সংশ্লিষ্ট স্বাস্থ্যকমী এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেছে সিভিল সার্জন অফিস মৌলভীবাজার।
সোমবার ২৪ এপ্রিল সকাল ১১টায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সিভিল সার্জন ডা: সত্যকাম চক্রবর্ত্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন।
বিশেষ অতিথি ছিলেন লস এঞ্জেলেস যুক্তরাষ্ট্রের কবি শাহানা পারভীন, প্রধান বক্তা ছিলেন বিএমআরসি চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নেছার, আহমদ,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল প্রমুখ ।
এছাড়া বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকমী এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন