মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

May 18, 2021,

স্টাফ রিপোর্টার রাজনগর উপজেলার মুনিয়ারপাড় এলাকায় সন্ত্রাসী হামলায় ৪ জন রক্তাক্ত জখমী হওয়ার ঘটনায় এবং পরিবারের লোকজনদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দুবাই প্রবাসী সুন্দর মিয়াগংরা।

১৮ মে দুপুরে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে লিখিত বক্তব্য তিনি জানান, রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়নের হাওয়র কাউয়াদীঘি মৌজাস্থ জে এল নং ৮, আর এস খতিয়ান নং- ৩২৪৪ আর এস দাগ নং: ৫০৮৪ জমির পরিমান ৪৬৬ শতক ভূমি রেজিষ্টার্ড দলিল মূলে ক্রয় করেন। গত ৭ মে সকাল সাড়ে ৯ ঘটিকায় সোহেল মিয়া (৩৫), রুবেল মিয়া (৩০), রুমান মিয়া (২৮), গেদাই মিয়া (৩৫), শাহিন মিয়া (২৬), হাকিম মিয়া (২৪),মাছুম মিয়া (২৩)সহ অজ্ঞাতনামা ১০/১২ জন লোক দেশীয় প্রাণ নাশক অস্ত্র নিয়া বর্ণিত ভূমিতে পূর্ব পরিকল্পিত  অনধিকার প্রবেশ করিয়া প্রায় দশ লক্ষ টাকার পাকা ধান (১০০০ মন) জোর পূর্বক কাটিয়া নিয়া যায়। এ সময় বাঁধা আপত্তি করতে চেষ্টা করিলে আরিফ উল্লা (জখমী-৬১), রায়না বেগম (জখমী-৩৫), আলম মিয়া (জখমী-৩০), রুনা আক্তার সুমানা (২৫) রক্তাক্ত জখমী হন।

মারাত্মক জখমী অবস্থায় চিকিৎসার জন্য প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত ডাক্তার অবস্থা আশংকাজনক দেখিয়া তাদেরকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ সিলেট রেফার্ড করিলে সেখানে যাইয়া ভর্তি হইয়া চিকিৎসা গ্রহন করেন। বর্তমানে আরিফ উল্ল্যা, রায়না বেগম ও আলম মিয়া এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়িতেছে। তিনি আরো জানান- আসামী প্রভাবশালী হওয়ায় রাজনগর থানায় দায়েরী এজাহার থানা কর্তৃপক্ষ গ্রহন করিলেও বাদীর দেওয়া তথ্য মতে এজাহার নামীয় আসামী আব্দুস শহীদ আমিন মেম্বার, জিতু মিয়া, তোফায়েল আহমদ, খেলা বেগম, শাহেনা, লুবনা ও বিউটি বেগমকে বাদ দিয়ে দেন।

আসামীদেরকে আজও গ্রেফতার করেনি পুলিশ। ভুক্তভোগী সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ ন্যায় বিচারের স্বার্থে বাদীর দায়েরী বর্ণিত জি আর ৬৫/২০২১ইং (রাজঃ) মামলায় বাদকৃত আসামীদেরকে এফআইআর-এ অর্ন্তভুক্ত করিয়া এবং আসামীদের গ্রেফতার করিয়া আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহন করার দাবী জানান। লিখিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নিযুক্ত মৌলভীবাজার জজ কোর্ট এর সিনিয়র আইনজীবী সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী,অ্যাডভোকেট ওলিউর রহমান, হারুন মিয়া, ছাদিক মিয়া, ফটিক মিয়া, আহমদ আলী, আরমান, নিয়ামত মিয়া, আব্দুল আলী, ইমাম ও সিনিয়র আইনজীবীর সহকারী সুলতান আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com