মৌলভীবাজার জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিশেষ সংহতি সভা
October 19, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ সংহতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ অক্টোবর সকালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ এমপি। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। উদ্ভূত পরিস্থিতিতে আয়োজিত এ গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপপরিচালক-এনএসআই, ধর্মীয় নেতৃবৃন্দের মাঝে শামসুজ্জোহা, শামসুল ইসলাম, আহমদ বেলাল, পঙ্কজ রায় মুন্না, অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, মানবীর রায় মঞ্জু ও অন্যান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন