জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ লাইব্রেরি শক্তিশালীকরনের জন্য অটোমেশন ও ডিজিটাইজেশন কর্মসুচির আওতায় এবং জেলা পর্যায়ে দুইদিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।
২৯ এপ্রিল শনিবার বাংলাদেশ শিশু একাডেমী মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে মৌলভীবাজার সরকারী উচ্চ অডিটোরিয়ামে জেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর পরিচালনায় উদ্ধোধণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলী আহসান, মৌলভীবাজার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালিক, বিশিষ্ঠ সাহিত্যিক ও গবেষক মাহফুজুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম প্রমূখ।
মন্তব্য করুন