মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে এসএসসি ও এইচ এসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। শনিবার ১৯ নভেম্বর মৌলভীবাজার পৌরসভার আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে আলোচনা সভা, সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠিত হয়।
পৌরসভার মেয়র মো: ফজলুর রহমানের সভাপতিত্বে ও জেলা শিশু বিষায়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিজবাহুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছা: শাহিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
বক্তব্য রাখেন, পৌরসভা শিক্ষাবৃত্তি ২০২২ আহবায়ক মোহাম্মদ আবদুল খালিক, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এম এ আহাদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো: আক্তারুজ্জামান প্রমুখ।
জেলার ২’শ ২১ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
মন্তব্য করুন