মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

November 19, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে এসএসসি ও এইচ এসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। শনিবার ১৯ নভেম্বর মৌলভীবাজার পৌরসভার আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে আলোচনা সভা, সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠিত হয়।

পৌরসভার মেয়র মো: ফজলুর রহমানের সভাপতিত্বে ও জেলা শিশু বিষায়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিজবাহুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছা: শাহিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।

বক্তব্য রাখেন, পৌরসভা শিক্ষাবৃত্তি ২০২২ আহবায়ক মোহাম্মদ আবদুল খালিক, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এম এ আহাদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো: আক্তারুজ্জামান প্রমুখ।

জেলার ২’শ ২১ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com