মৌলভীবাজার পৌরসভার সুন্দর্য বর্ধনে লাগানো হচ্ছে ফুল গাছ

মু. ইমাদ উদ দীন॥ পর্যটন ও প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবে খ্যাত মৌলভীবাজার পৌর শহরের সুন্দর্য বর্ধনে লাগানো হচ্ছে ফুল গাছ। পৌর শহরের পাড়া মহল্লার সড়কের দু’পাশে এবং শহরের প্রধান সড়কের ডিবাইডার গুলোতে রোপন করা হচ্ছে নানা জাত ও বর্ণের ফুল গাছ,কাটা মেহেদীসহ অনান্য সুন্দর্য বর্ধক গাছ। “ফুলেল শহর মৌলভীবাজার” এই প্রকল্পের আওতায় পৌরসভা, প্রবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় এগিয়ে চলছে ফুলেল শহর গড়ার এ কাজ।
৪ নভেম্বর বিকেলে পৌর সভার টিভি হাসপাতাল সড়কে ফুলের চারা রোপন কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মো: ফজলুর রহমান, র্যাব শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার, ডা: এম আহাদ, এ্যাডভোকেট জয়নাল আবেদীন, প্রকৌশলী মনসুরুজ্জামান, এ্যাডভোকেট নুরুল আহাদ বহলুল, প্যানেল মেয়র ফয়ছল আহমদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান, পৌর সচিব নকিবুর রহমান, পৌর কাউন্সিলর ও জাতীয় শ্রমিকলীগের জেলা আহবায়ক আসাদ হোসেন মক্কু, প্রকৌশলী আব্দুল মালেক, সাংবাদিক হাসানাত কামাল, ইমাদ উদ দীন, মাহমুদ এইচ খান, বিশিষ্ট ব্যবসায়ী সুমন আহমদ, মনোয়ার আহমদ রহমান, নুরুজ্জামান,ইছহাক ভূইয়া, মাওলানা খালেদ সাইফুল্লাহ, চৌধুরী মোহাম্মদ মেরাজ প্রমুখ। টিভি হাসপাতাল সড়কে দু’পাশে প্রমিলা, টেকোম, চেরিফুল এই ৩ জাতের অর্ধশতাধিক ফুলের চারা লাগানো হয়। ফুলের চারা রোপন কাজের উদ্বোধন কালে মেয়র মো: ফজলুর রহমান বলেন পর্যায়ক্রমে শহরের প্রতিটি সড়কের পাশে ফুলের গাছ লাগিয়ে শহরের সৌন্দর্য বর্ধন করা হবে। পৌর শহরের সন্দর্য বর্ধন ও রক্ষায় তিনি সকলের সহযোগিতা চান।
মন্তব্য করুন