মৌলভীবাজার পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের অবস্থান ধর্মঘট

April 26, 2017,

হোসাইন আহমদ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজার পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে ২৬ এপ্রিল বুধবার দুপুরে বেতন ভাতা ও পেনশন সরকারী কোষাগার হতে প্রদানের দাবীতে পৌরসভার সম্মুখে ঘন্টা ব্যাপি অবস্থান ধর্মঘট পালন করা হয়।
ধর্মঘটে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সভাপতি মো: সৈয়দ নকিবুর রহমান, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মৌলভীবাজার পৌর সভাপতি আব্দুল মুমিন, সাধারণ সম্পাদক মইনুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় অবস্থান ধর্মঘটে সংহতি প্রকাশ করেন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, প্যানেল মেয়র ফয়ছল আহমদ ও কাউন্সিলার মনবির রায় মঞ্জু প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com