মৌলভীবাজার প্রেসক্লাবে নানা আয়োজনে চ্যানেল আইর ২৩তম জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার॥ স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আইর’ জন্মদিন নানা আয়োজনের মধ্যে দিয়ে চ্যানেল আই’র ২৩তম জন্মদিন পালিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় স্বাস্থ্যবিধি মেনে মৌলভীবাজার প্রেসক্লাবে র্যালী, কেক কাটা ও আলোচনা ও গাছের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইর মৌলভীবাজার প্রতিনিধি, প্রবীণ সাংবাদিক এম এ সালাম এর সভাপতিত্বে প্রেসক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্কাউট টিম সদস্য। আনন্দঘন করতে মিউজিক দল এবং চ্যানেল আই’র জন্মদিনের থিম মিউজিক ছিলো আকর্ষণীয়।
মন্তব্য করুন