মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

স্টাফ রিপোর্টার॥“হাতে হাত ধরি অন্ধত্ব দূর করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ১৮ অক্টোবর মঙ্গলবার মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতাল-এর উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস-২০১৬ উদ্যাপন করা হয়। এ উপলক্ষে মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতাল প্রাঙ্গন থেকে একটি বর্ণাট্য বাইসাইকেল র্যালীর আয়োজন করা হয়। বাইসাইকেল র্যালীটি মৌলভীবাজার শহর প্রদক্ষীণ করে মৌলভীবাজার রেডক্রিসেন্ট কার্যালয়ে শেষ হয়। মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারুক আহমদ সাহেবের নেতৃত্বে এবং মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতাল-এর যুগ্ম-সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ-এর সঞ্চালনায় একটি দৃষ্টি পদযাত্রা শুরু হয়ে রেডক্রিসেন্ট কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতালের কার্যকরী কমিটির যুগ্ম-সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কবি আব্দুল হামিদ মাহবুব, অবৈতনিক কোষাধ্যক্ষ প্রকৌশলী এ মুনিম, সহ-সভাপতি জয়নাল হোসেন প্রমূখ, নাট্যকর্মী, যুব রেক্রিসেন্ট সদস্য, স্কাউটস এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারুক আহমদ দিনটির শুভ উদ্ধোধন ঘোষণা করেন। পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে একটি পেডিয়াট্রিক ক্যাম্প-এর আয়োজন করা হয়। এতে বি এন এস বি চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ চিকিৎসা প্রদান করেন। প্রায় ৫০০ (পাঁচশত) ছাত্র/ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ এবং ২০ (বিশ) জন ছাত্র/ছাত্রীকে চশমা প্রদানের জন্য নির্বাচন করা হয়।
মন্তব্য করুন