মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জকে বিদায়ী সংবর্ধনা
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেকের বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধনা ৫ এপ্রিল মঙ্গলবার দুপুর ২টায় থানার হলরুমে অনুষ্ঠিত হয়। সহকারী পুলিশ সুপার সদর সার্কেল রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক এসআই পরিমল দেবের পরিচালনায় সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপ শাহ্ শালাল। তিনি তার বক্তব্যে বলেন, বিদায়ী অফিসার আব্দুস ছালেক সাদা মনের মানুষ ছিলেন। তিনি অত্যান্ত আন্তরিকতার সাথে জনসাধারণের সেবা করেছেন। আমি তার কাছ থেকে যতটুকু আসা করে ছিলাম তার চেয়ে বেশি সার্ভিস পেয়েছি। সত্যতার সাথে নিজ দায়িত্ব পালন করেছেন। চাকুরির মেয়াদকালে তার বিরুদ্ধে কোন অভিযোগ পাইনি। সংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী পুলিশ সুপার অপরাধ জাহিদুল ইসলাম, জেলা সহকারী পুলিশ সুপার ডিএসবি খায়রুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সদর মডেল থানার ওসি তদন্ত কে এম নজরুল ইসলাম, মোল্লা শাহীনসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা। অনুষ্ঠানের শেষে মডেল থানার কর্মকর্তারা তাকে উপহার সামগ্রি প্রধান করেন।
মন্তব্য করুন