মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম আর নেই

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম আর নেই।
সোমবার ১৮ সেপ্টেম্বর বিকেলে সাড়ে ৫ টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণ ও পরবর্তীতে হার্ট এ্যাটাক জনিত কারণে বাংলাদেশ স্পেসালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৭ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানাজার নামাজ মঙ্গলবার ১৯ সেপ্টেম্ব দুপুর ২ টায় শমশেরনগরস্থ মাইজপাড়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। তাঁর এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
মিজানুর রহমান নিজাম এর মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান।
মন্তব্য করুন