মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল থেকে ইয়াবা ও চোলাই মদ সহ আটক-৪

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা সদর ও শ্রীমঙ্গল থানা পুলিশ বিশেষ অভিযান চালায় ৫২ পিস ইয়াবা ও ৫০৬ লিটার চোলাই মদ সহ ৪ জনকে আটক করেছে।
সোমবার শ্রীমঙ্গল থানা পুলিশ আলীশারকুল (কামারগাঁও) এলাকা থেকে ৫২ পিস ইয়াবা সহ আবুল কালাম (৫০), পিতা-মৃত আছকাদ উল্লা, সাং-আলীশারকুল (কামারপাড়া), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।
অপরদিকে মৌলভীবাজার সদর মডেল থানা ১০ নং নাজিরাবাদ ইউপিস্থ কোনাগাঁও এলাকায় গোপিয়া রবি দাশের বসত ঘরে ভিতরে মাদক ব্যাবসায়ী দেশীয় তৈরী চোলাই মদ সহ বিক্রয়ের সময় অভিযান চালিয়ে ৫০৬ লিটার চোলাইমদসহ ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হল জগদীশ রবি দাস (৩৫), পিতা-পরিমল রবি দাশ, সাং-স্বজনগ্রাম, থানা-লাখাই, জেলা-হবিগঞ্জ, বর্তমান-কোনাগাঁও, নাজিরাবাদ ইউপি, মোঃ মজনু মিয়া (৪০), পিতা-মৃত সিরাজ মিয়া, দীপক রবি দাস (৩৭), পিতা-মানিক লাল রবি দাস, সাং-কোনাগাঁও, সাং-কোনাগাঁও, নাজিরাবাদ ইউপি, থানা ও জেলা-মৌলভীবাজার। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।
মন্তব্য করুন