মৌলভীবাজার সীমান্তের ৩টি স্থান দিয়ে ২৯ জনকে পুশইন করেছে বিএসএফ

স্টাফ রিপোর্টার : জুড়ী ও কমলগঞ্জ উপজেলার পৃথক তিনটি সীমান্ত দিয়ে আজও ২৯ জনকে পুশইন করেছে বিএসএফ।
বিজিবির বিওপির সুত্রে জানা যায়, নিম্নচাপের প্রভাবে শুক্রবার ৩০ মে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি ও দূর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও সকাল সাড়ে ৮টার দিকে জুড়ী উপজেলার রাজকি সীমান্ত পয়েন্ট দিয়ে নারী পুরুষ ও শিশুসহ ১০ জনকে পুশইন করে বিএসএফ। তাদের দেশের সীমান্তের অভ্যন্তরে দেখতে পেয়ে আটক করে স্থানীয় বিওপি ক্যাম্পে নিয়ে যায় বিজিবির ৫২ ব্যাটলিয়ন। অপরদিকে প্রায় একই সময়ে কমলগঞ্জ উপজেলার বাগিছড়া ও চাম্পাপাড়া সীমান্ত দিয়ে নারী পুরুষ ও শিশুসহ আরও ১৪ জনকে পুশইন করে বিএসএফ। তাদেরকে আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায় বিজিবির ৪৬ ব্যাটলিয়ন। প্রাথমিক ভাবে জানা গেছে, তারা সবাই বাংলাদেশের কুড়িগ্রামসহ বিভিন্ন জেলার বাসিন্দা। তাদেরকে জিজ্ঞেসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। কাজের সন্ধানে তারা ভারতে পাড়ি জমিয়েছিল।
মন্তব্য করুন