মৌলভীবাজার-১ আসন আ’লীগ প্রার্থী হুইপ শাহাব উদ্দিন এমপির কর্মীসভা ও গণসংযোগ

September 29, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের আওয়ামী লীগ দলীয় সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি ২৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির কাশেমনগর এলাকায় নির্বাচনী গণসংযোগ ও কর্মীসভা করেন। এর আগে স্থানীয় নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেল শোাডাযাত্রা সহকারে তাকে কর্মীসভায় নিয়ে যায়।

কাশেমনগর মাদ্রাসা প্রাঙ্গনে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ ও আল কাশিম যুবকল্যাণ সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ শাহাব উদ্দিন এমপি। ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল জলিল কালা মিয়ার সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, ইউপি মেম্বার ছওয়াব আলী, ওয়ার্ড আ’লীগের সম্পাদক আবুল বশর, আল কাশিম যুব কল্যাণ সংস্থার সভাপতি জসিম উদ্দিন, যুবলীগ নেতা সাহাব উদ্দিন, দেলোয়ার হোসেন, শাহজাহান আহমদ, আল ইদ্রিস প্রমূখ। সভায় স্থানীয় বিএনপির ২৩ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। কর্মীসভা শেষে হুইপ শাহাব উদ্দিন এমপি এলাকায় গণসংযোগ করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com