মৌলভীবাজার ১ ও ২ আসনের মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন, ২ জনের স্থগিত ১ জনের বাতিল

December 3, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের চারটি আসনের মধ্যে মৌলভীবাজার-১ ও মৌলভীবাজার-২ আসনে মনোনয়ন যাচাইবাছাই সম্পন্ন হয়েছে। জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয় সুত্রে জানা যায় এই দুটি আসনে ১৫ জন প্রার্থীর মধ্যে ১ জনের বাতিল, ২ জনের স্থগিত ও ১২ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার ৩ ডিসেম্বর জেলা প্রশাসনের সভাকক্ষে এই দুই আসনে সংসদ সদস্য পদপ্রত্যাশী প্রার্থীদের জমাকৃত মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়। মৌলভীবাজার-১ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই কাজ শেষ হয়। এরমধ্যে কাগজপত্রে ত্রুটির কারণে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদের মনোনয়ন বাতিল ও কাগজ পত্রের ঘাটতির কারণে স্বতন্ত্র প্রার্থী মো: ময়নুল ইসলামের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহাবুদ্দিন, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন ও তৃণমূল বিএনপির মো. আনোয়ার হোসেনের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করা হয়।

মৌলভীবাজার-২ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে বিকল্প ধারার প্রার্থী মো: কামরুজ্জামান সিমুর এর মনোনয়ন স্থগিত করা হয়েছে। এ আসনের বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের শফিউল আলম চৌধুরী নাদেল, স্বতন্ত্র প্রার্থী একেএম সফি আহমদ সলমান, মো. আব্দুল মতিন, তৃণমূল বিএনপি থেকে এম এম শাহীন, জাসদ থেকে এডভোকেট মো: বদরুল হোসেন ইকবাল,জাতীয় পার্টি থেকে এডভোকেট মাহবুবুল আলম  ও আব্দুল মালিক,ইসলামী ঐক্যজোটের মাওলানা আছলাম হোসাইন রাহমানী,ইসলামী ফ্রন্টের আব্দুল মোস্তাকিম তামিম এবং ইসলামি ফ্রন্টের এনামুল হক মাহতাব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com