মৎস্য আইন অমান্য করায় কুলাউড়ায় এক বছরের কারাদন্ড

July 28, 2016,

এইচ ডি রুবেল॥ মৎস্য আইন অমান্য করায় কুলাউড়ায় এক জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আদালত সূত্রে জানা যায়,

Kulaura-28-(2)২৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত হাকালুকি হাওরের চকিয়া, নাগুয়া, হাওয়াবর্নী ফুট, গৌড়কুড়ী ও কাংলি বিলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের জন্য অভিযান চালায়।

Kulaura-28 এসময় মৎস্য সংরক্ষণ আইন অমান্য করায় হাওর তীরবর্তী ভুকশিমইল ইউনিয়নের সাদিপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে রক্কু মিয়া (৩৫) কে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদ- দেন।
অভিযানে উপস্থিত ছিলেল উপজেলা মৎস্য অফিসার সুলতান মাহমুদ, কুলাউড়া থানার এসআই আবুল বাশার, মৎস্য অফিসের স্টাফ মিজানুর রহমান প্রমুখ। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com