যুক্তরাষ্ট্রস্থ কমিউনিটি নেতা সুয়েবের স্বদেশ প্রত্যাবর্তন
এম মছবির আলী॥ যুক্তরাষ্ট্রস্থ কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য মঈনুর রহমান সুয়েব তিন সপ্তাহের ব্যক্তিগত সফরে স্বপরিবারে ৩ ফেব্রুয়ারি শনিবার সকালে কুলাউড়ায় এসেছেন।
কুলাউড়ায় অবস্থানকালে তিনি দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
কুলাউড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মঈনুর রহমান সুয়েব যুক্তরাষ্ট্র যাওয়ার পূর্বে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, কুলাউড়া টাউন ক্লাবের সভাপতি, কুলাউড়া সম্মিলিত সংস্কৃতিক জোটের সদস্য সচিবসহ দৈনিক প্রথম আলো এবং দৈনিক যুগভেরী পত্রিকায় কুলাউড়া প্রতিনিধির দায়িত্বে ছিলেন।
দেশে অবস্থানকালে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। তিনি এই ০১৭৯৩-০৯৪৮৮১ মোবাইল নম্বরে ব্যবহার করবেন।
মন্তব্য করুন