যৌন হয়রানি নির্মূলকরন নেটওয়ার্ক মৌলভীবাজার এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
November 24, 2018,

জনি বেগম॥ গার্লস গাইড এ্যাসোসিয়েশন মৌলভীবাজার সভা কক্ষে জেলা যৌনহয়রানী নির্মূলকরণ নেটওয়ার্ক মৌলভীবাজার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
২২ নভেম্বর বৃহস্পতিবার সভায় সভাপতিত্ব করেন জেলা যৌন হয়রানি নির্মূল করন নেটওয়ার্ক মৌলভীবাজার এর আহবায়ক রাশেদা বেগম । রেডিওপল্লী কন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার পৌর সভার মহিলা কাউন্সিলর শ্যামলী পুরকায়স্থ, , সহকারী শিক্ষক মাধুরী মজুমদারসহ অন্যান্যরা।উপস্থিত সবাই যৌন হয়রানী প্রতিরোধে জেলা যৌন হয়রানী নির্মূল করণ নেটওয়ার্ক এর বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা করা হয়।
মন্তব্য করুন