রাজনগরের ৮০ জন পল্লীবিদ্যুৎ কর্মীর ঈদের খুশি নেই

রাজনগর প্রতিনিধি॥ পল্লীবিদ্যুৎ কর্মীদের সরকার ঘোষিত পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় ঈদ উদযাপন নিয়ে সংশয়ে রয়েছেন রাজনগর উপজেলার ৮০ জন পল্লী বিদ্যুৎ কর্মী। তাই সরকার ঘোষিত পে-স্কেল বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে রাজনগর উপজেলার পল্লীবিদ্যুতের কর্মচারীরা। সোমবার ২৭ জুন সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে পল্লীবিদ্যুতের কর্মীরা এ মানববন্ধন করেন। এছাড়াও মৌলভীবাজার পল্লীবিদ্যুতের জেনারেল ম্যানেজারের মাধ্যমে বিদ্যুৎ জ¦ালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর কাছে একটি স্মারকলিপিও দেয়া হয়েছে। স্মারকলিপি থেকে জানা যায়, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে পল্লীবিদ্যুতের কর্মচারীরা দিন রাত খেটে যাচ্ছেন। বাস্তবায়ন করছেন সমিতির নির্দিষ্ট টার্গেট। সম্প্রতি বিদ্যুৎ মন্ত্রনালয়ের বিদ্যুৎ বিভাগ কর্তৃক সকল সংস্থা ও কোম্পানীকে ৭৫% হারে পে স্কেল প্রদানের প্রস্তাব অনুমোদন হয়েছে। কিন্তু বিআরইবি তা বাস্তবায়নে গড়িমসি করছে। এতে পল্লিবিদ্যুৎ সমিতির কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। বিআরইবির পক্ষ থেকে এনিয়ে বারবার কালক্ষেপন করায় কর্মচারীরা হতাশায় রয়েছেন। চলমান বেতনে খুশি মনে ঈদুল ফিতর উদযাপন করা নিয়ে সংশয়ে রয়েছেন তারা। তাই অনতিবিলম্বে পে স্কেল বাস্তবায়ন ও ঈদ বোনাস প্রদানের দাবীতে এ মানববন্ধন করা হয়। এক ঘন্টা ব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পল্লীবিদ্যুৎ কর্মচারী লিটন হোসেন, আজিজুল হক, আক্তার হোসেন প্রমুখ।
মন্তব্য করুন