রাজনগরে অস্ত্রসহ ৩ ছাত্রলীগ নেতা গ্রেফতার

August 12, 2016,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে দেশিয় অস্ত্রসহ ৩ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ আগষ্ট  বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজাতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মহসিন খান (২১), তানিম খান (২৬) ও ফকরুল শেখ (২১)। এদিকে খালেদ খান নামে অপর এক নেতাকে ছেড়ে দিয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজনগর উপজেলা ডিগ্রী কলেজে ছাত্রলীগের রাজনগর উপজেলা সভাপতি পদে প্রতিদ্বন্ধি রুবেল আহমদ ও খালেদ খান নামে দুই নেতার কর্মীদের মধ্যে ৩-৪ দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।৯ আগষ্ট মঙ্গলবার কলেজে খালেদ খানের এক কর্মীকে রুবেল আহমদের এক কর্মী মারধর করে বলে অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে বুধবার দুপুরে উভয়পক্ষ সমাধানে যাওয়ার কথা ছিল। কিন্তু বিষয়টি নিয়ে উভয় পক্ষে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ১০ আগষ্ট বুধবার বিকালে রাজনগর থানার এসআই আজিজুর রহমান কলেজের সামনে যান। সেখানে কুলাউড়া-রাজনগর সড়কের উপর পানি উন্নয়ন বোর্ডের সেচখালের দক্ষিণ মুখে চায়নিজ কুড়াল, রামদা ও ডেগার ইত্যাদি বেশ কিছু দেশিয় অস্ত্রসহ পুলিশ মহসিন খান (২১), তানিম খান (২৬) ও ফকরুল শেখকে (২১) আটক করে থানায় নিয়ে আসেন। পুলিশের একটি সূত্র জানিয়েছে ওইসময় পুলিশ খালেদ খানকে আটক করলেও পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এব্যাপারে রাজনগর থানার উপপরিদর্শক আজিজুর রহমান বাদি হয়ে মামলা (নং-০৭) করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা রাজনগর থানার উপপরিদর্শক দৌস মোহাম্মদ বলেন, গ্রেফতারকৃতদের জেল হাজাতে প্রেরণ করা হয়েছে। খালেদ খানকে ছেড়ে দেয়া হয়েছে কি না জানি না। মামলায় যাদেরকে আসামী করা হয়েছে তাদেরকেই জেলে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com