রাজনগরে ইউনিয়ন নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী-৮ বিএনপির- ১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

April 8, 2016,

শংকর দুলাল দেব॥ আগামী ৭ মে চতূর্থ ধাপে রাজনগর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয় পত্র জমাদানের সময় ৭ এপ্রিল বৃহস্পতিবার শেষ হয়েছে। রাজনগর সদর ইউনিয়ন ছাড়া উপজেলার বাকী ৭টি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। নিজ এলাকায় বিদ্রোহী প্রার্থীদের শক্তিশালী অবস্থান থাকায় কঠিন সমিকরণে পড়তে হবে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক ধারীদের। এদিকে একক প্রার্থী থাকায় বিএনপি মনোনিত প্রার্থীরা বেশ সুবিধা জনক অবস্থানে রয়েছেন বলে মনে করছেন সাধারণ ভোটাররা। তবে ফতেপুর ইউনিয়নে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

images (2)নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৭মে চতূর্থ দফা নির্বাচনে অংশ গ্রহনের লক্ষে রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ছিল গত ৭ এপ্রিল বৃহস্পতিবার। সংশ্লিষ্ট সুত্র জানায়, জমাদানের শেষ তারিখে যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন-
১নং ফতেহপুর ইউনিয়নে নকুল চন্দ্র দাস (আওয়ামীলীগ), বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান লয়লুছ (আওয়ামী-বিদ্রোহী), আব্দুল আজিজ ছাবুল (বিএনপি), আমীর আলী (বিএনপি-বিদ্রোহী), সুমন দাশ (স্বতন্ত্র)।
২নং উত্তরভাগ ইউনিয়নে আব্দুল আজিজ (আওয়ামীলীগ), শাহ শাহিদুজ্জামান ছালিক (আওয়ামী-বিদ্রোহী), জিতু মিয়া (বিএনপি)।
৩নং মুন্সিবাজার ইউনিয়নে ছালেক আহমদ (আওয়ামীলীগ), বর্তমান চেয়ারম্যান মো. ছাতির মিয়া (আওয়ামী-বিদ্রোহী), মোঃ আশিকুর রহমান (বিএনপি)।
images (3)৪নং পাঁচগাঁও ইউনিয়নে মিহির কান্তি দাস মঞ্জ (আওয়ামীলীগ), সাবেক চেয়ারম্যান শামছুন নুর আহমদ আজাদ (আওয়ামী-বিদ্রোহী), শাহিন আহমদ (বিএনপি), লেছু মিয়া (স্বতন্ত্র), আলাল মিয়া (স্বতন্ত্র), জিলু মিয়া (স্বতন্ত্র), সেলিম আহমদ (স্বতন্ত্র)।
৫নং রাজনগর সদর ইউনিয়নে মো. ফারুকুজ্জামান খান (আওয়ামীলীগ), জুবের আহমদ চৌধুরী ( বিএনপি), বর্তমান চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক (স্বতন্ত্র)।
৬নং টেংরা ইউনিয়নে আব্দুল কাদির মোত্তালিব (আওয়ামীলীগ), বর্তমান চেয়ারম্যান মোঃ টিপু খান (আওয়ামী-বিদ্রোহী), শিবব্রত চক্রবর্তী (আওয়ামী-বিদ্রোহী), আব্দুস ছালাম তরফদার বাবলু (বিএনপি), আনোয়ার মাসুক (স্বতন্ত্র)।
৭নং কামারচাক ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নজমুল হক সেলিম (আওয়ামীলীগ), মো. আতাউর রহমান সোহেল (আওয়ামী-বিদ্রোহী), আতাউর রহমান (বিএনপি)।
৮নং মনসুরনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ মিলন বখত (আওয়ামীলীগ), সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমান (আওয়ামী-বিদ্রোহী), আলী আহমদ আখন্দ রুমেল (বিএনপি)।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com