রাজনগরে ট্রাকের ধাক্কায় ধ্বসে গেলো বৈদ্যুতিক খুটি!
November 1, 2020,

সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে ঢাকাগামী একটি ট্রাকের ধাক্কায় ধ্বসে পড়েছে ৩৩ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক খুটি।
রবিবার ১ নভেম্বর ভোর ৬ টার দিকে উপজেলার মুন্সিবাজারে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক মুন্সিবাজার নামক স্থানে পৌছলে বিপরীতগামী আরেকটি ট্রাক ভুল সাইটে চলে আসে। তাই গাড়িটিকে বাচাঁতে ড্রাইভার রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে ধাক্কা দেন।
স্থানীয় হৃদয় বৈদ্য জানান, ধ্বসে পড়া পিলারটি ৩৩ হাজার ভোল্টের ছিলো। দুইটি ট্রান্সফরমারও ছিলো এই খুটিতে। এ ঘটনায় কেউ হতাহত হননি। অত্র এলাকায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এবিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম বলেন, খোঁজ নিয়ে দেখতেছি।
মন্তব্য করুন