রাজনগরে মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জেসমিন আক্তারকে বিদায়ী সংবর্ধনা

April 30, 2016,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জেসমিন আক্তারকে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। তার দীর্ঘদিনের কর্মস্থল রাজনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় এ সংবর্ধনার আয়োজন করে। বৃহস্পতিবার ২৮ এপ্রিল দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযুদ্ধা আছকির খাঁন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজওয়ানুল হক পিপুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমেন্দ্র চন্দ্র দেবনাথ, মৌলভীবাজার ম্যাটস এর প্রিন্সিপাল সৈয়দ আখতারুজ্জামান, আলী আমজদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা শাহনাজ প্রমূখ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com