রাজনগরে মা ও নববধুকে পিতার বাড়ীতে রেখে কিশোরীকে ধর্ষণ
বিশেষ প্রতিনিধি॥ রাজনগরে মা ও নববধুকে পিতার বাড়ীতে রেখে ভাত সিদ্ধ করার কথা বলে ঘরের মধ্যে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রাজনগর উপজেলার ৬নং টেংর্ াইউপি কাশিপুর গ্রামে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্যাতিত কিশোরী জেসমিন বেগম (১৪) মৌলভীবাজার সদর হাসপাতালে গাইনী ওয়ার্ডের ২৭নং বেডে ১৯ মে থেকে ২২মে রোববার পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জেসমিন বেগম এর পিতা মুতলিব মিয়া রাজনগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত কিশোরী জেসমিন বেগম ও তার মা ছাম্পা বেগম বলেন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পার্শ্ববর্তী বাড়ীর খলিল মিয়ার পুত্র খালেদ মিয়া (২৫) ভাত সিদ্ধ করে দেয়ার কথা বলে জেসমিনকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এ সময় সে হাল্লা চিৎকার করার চেষ্টা করলে তাকে ভয় দেখিয়ে ধর্ষন করে। ঘটনাটি মেম্বার বুধু মিয়া, স্থানীয় মাতব্বর সুনু মিয়া, তোতা মিয়া, জব্বার মিয়া ও সুন্দর মিয়াসহ টাকার বিনিময়ে মীমাংসার চেষ্টা করেন।
মন্তব্য করুন