রাজনগরে শোক দিবস উপলক্ষে স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা ও ফ্রি ব্লাড গ্রুপিং

August 14, 2016,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাস্থ্য সচেতনতা মূলক আলোচনা সভা ও  ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার ১৩ আগষ্ট সকাল সাড়ে ১০টায় সামাজিক সংগঠন “সিডো” রাজনগর ডিগ্রি কলেজ শাখার আয়োজনে কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজনগর ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক শাহানারা রুবির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার শর্মা, রাজনগর ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রজত কান্তি গোস্বামী, রাজনগর প্রেস ক্লাবের সহ-সভাপতি আউয়াল কালাম বেগ। পরে সংগঠনটি কলেজের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com