রাজনগরে হীড বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালিত

January 11, 2025,

শংকর দুলাল দেব : রাজনগরে হীড বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে ১৩২ জন শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ২৭ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

শনিবার ১১ জানুয়ারি সকালে রাজনগর উপজেলার মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

হীড বাংলাদেশের লিয়াজোঁ অফিসার নুরে আলম সিদ্দিকী ও রীতা মন্ডলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা, হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার আলম, যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, রাজনগর ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তোফায়েল আহমদ, প্রাক্তন অধ্যক্ষ মো. ইকবাল, হীড বাংলাদেশের সহকারী পরিচালক (অপারেশন) রানা বণিক, সহকারী পরিচালক (মাইক্রোফাইন্যান্স) অদ্বৈত বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠান শেষে ১৩২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫ লাখ ২৭ হাজার টাকার শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট দেয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com