রাজনগর রং মিশ্রিত করে বেকারি পণ্য তৈরি

স্টাফ রিপোর্টার॥ রাজনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ ও রং মিশ্রিত করে বেকারি পণ্য তৈরির দায়ে পাঁচ হাজার টাকা ও মূল্য তালিকা বিহীন কৃষি পন্য বিক্রয়ের দায়ে কৃষি বিপনন আইন ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।
রাজনগর উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা পাল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন এর মুন্সিবাজারে একটি বেকারি প্রতিষ্ঠানে সোমবার বিকাল পাঁচটার সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজনগর উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা পাল। এ প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশ এবং রং ব্যবহার করে বেকারি পন্য উৎপাদন ও বিক্রয় করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই বাজারের অপর একটি কৃষি পণ্য বিক্রয় প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মূল্য তালিকা বিহীন কৃষি পন্য বিক্রয়ের দায়ে কৃষি বিপনন আইন ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।
পরবর্তীতে বাজারের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসে (COVID-19) সচেতন ও তার জন্য স্বাস্থ্য বিধি মানতে প্রচারণা ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় রাজনগর থানার উপপরিদর্শক (এস আই) বাদল উপস্থিত থেকে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা পাল বলেন, জনসচেতনতার জন্য মোবাইল কোর্টের প্রয়োজন রয়েছে। এজন্য রাজনগরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মুন্সি বাজারে মোবাইল কোর্ট শেষে স্বাস্থ্য বিধি মানার জন্য প্রচারণা ও মাক্স বিতরণ করা হয়েছে।
মন্তব্য করুন