রানী এলিজাবেথ আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে রানী এলিজাবেথ আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার ২৮ জানুয়ারি সন্ধ্যায় ক্যামডেন ইউ.কে. ল-ন এন্ড তারেক ব্রাদার্সের সৌজন্যে ও লন্ডন প্রবাসী মো: আবু বক্কর ফখরুল এর সার্বিক ব্যবস্থাপনায় টুর্ণামেন্টে ৩২টি দল অংশগ্রহণে এ খেলার উদ্বোধন হয়। মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমা-র বীর মুক্তিযোদ্ধা মো: মাসুক মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শরীফপুর ইউপি চেয়ারম্যান মো: খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো: মকদ্দুছ আলী, মো: জয়নুল ইসলাম, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক জয়নাল আবেদীন। উদ্বোধনী খেলায় আনসার সাথী, পাইকপাড়া ২-০ সেটে রায়হান সাথী দত্তগ্রামকে পরাজিত করে।
মন্তব্য করুন