র্যাব ৯ ও উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি সোমেন মজুমদার এবং শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) মোঃ নেছার উদ্দিনের সমন্বয়ে গঠিত একটি ভ্রাম্যমান আদালত মোবাইল কোর্ট পরিচালনা করে।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দূপুরে শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লংঘন করায় আরেফিন সিদ্দিকি, মেসার্স বিসমিল্লাহ ষ্টোর, সাং-আরামবাগ আবাসিক এলাকা, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার’কে ২০,০০০/-(বিশ হাজার) টাকা, সুমন চন্দ্র রায়, পিতা-মৃত-সুভাষ রায়, লোকনাথ ভ্যারাইটিজ স্টোর, সাং-সবুজবাগ আবাসিক এলাকা,থানা শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজারকে ৫৫,০০০/- টাকা ও মাসুদ রানা, পিতা-ইদ্রিস মিয়া, শ্যামলী আবাসিক এলাকা, থানা-শ্রীমঙ্গল, জেলা ঃ মৌলভীবাজারকে ১,০০,০০০/- সহ সর্বমোট ১,৭৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন।
মন্তব্য করুন