লিজা বৃত্তি পেয়েছে
May 17, 2016,
জুড়ী প্রতিনিধি॥ মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরিক্ষা ২০১৫ ইং এ অংশ নিয়ে উম্মে হানি লিজা সরকারি বৃত্তি লাভ করেছে। লিজা জুড়ী অক্সফোর্ড কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা হাজী লিয়াকত আলী ও জাহানারা বেগমের একমাত্র মেয়ে। উল্লেখ্য, লিজা ২০১২ সালে প্রাইমারী স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরিক্ষাতে অক্সফোর্ড কিন্ডার গার্টেন স্কুল থেকে গোল্ডেন জিপিএ-৫ লাভ করে। লিজা ভবিষ্যতে ডাক্তার হতে চায়। লিজা জুড়ী সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোসলেহ উদ্দিনের ভাতিজি এবং ৭১ নিউজ টিভির সাংবাদিক সাইফুল ইসলাম সুমনের চাচাতো বোন।
মন্তব্য করুন