লোকনাথ সেবা সংঘ সংগীত দলের নজরুল জন্মজয়ন্তী পালন

May 26, 2025,

সালেহ আহমদ (স’লিপক) : মৌলভীবাজারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৫ মে বিকাল ৫টায় মৌলভীবাজার পৌর শহরের ১নং ওয়ার্ডস্থ লোকনাথ মন্দিরে লোকনাথ সেবা সংঘ সংগীত দলের আয়োজনে অমলেন্দু দেবরায় এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামসুন্দর আখড়ার সভাপতি বিজন কান্তি পাল।

বিশেষ অতিথি ছিলেন গীতা পাঠক কীর্তনীয়া বিশ্বজিত দেব, দৈনিক ডেসটিনি পত্রিকা মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রুপক, অজয় দেব।

সংগীতানুষ্ঠানে ডা: বাবুল চন্দ্র বিশ্বাস, ডা: অঞ্জন দেবনাথ, শিক্ষক সন্তোষ কুমার দেব, অশ্রুকণা দেবী, রেডিও পল্লীকন্ঠের প্রযোজক দুলাল রায়, চম্পক ভট্টাচার্য্য, শিপ্রা বিশ্বাস, ভবতোষ সেন প্রমুখ সংগীত পরিবেশন করেন। পরে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com