শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
October 12, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার কালীবাড়ি মন্দিরে সদর উপজেলার সকল মন্দিরের সভাপতি, সেক্রেটারি ও পৌরসভার সকল মন্দিরের সভাপতি সেক্রেটারি দের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হযেছে।
রোববার ১১ অক্টোবর রাত সাড়ে ৭ টার দিকে কালিবাড়ি আখড়ায় এ মতবিনিময় সভা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান। এসময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিয়ে বিভিন্ন নির্দেশনা সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
এসময় মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন, এখন থেকেই সকল মন্দিরে পাহারাদার রাখা হবে যাতে কোন কুচক্রীমহল মুর্তি তৈরির কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে । এবং সামাজিকযোগাযোগ মাধ্যম ফেইসবুকের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান।
মন্তব্য করুন