শাহজালাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন খতম শরীফের দোয়া অনুষ্ঠিত-

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে হযরত শাহজালাল রহ. ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান, মাওলানা নাসির উদ্দিন এবং মাওলানা জুনায়েদ আহমদ খান ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিয মাওলানা আলাউর রহমান টিপু’র মাতার ঈসালে সওয়াব উপলক্ষে বিভিন্ন খতম শরীফ শেষে মীলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২আগস্ট শনিবার বিকাল ৩ ঘটিকায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি হাফিয মাওলানা আলাউর রহমান টিপু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সানি এর সঞ্চালনায় শহরের তালিমুল কোরআন কনফারেন্স হলরুমে মীলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, শাহজালাল ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা সিরাজুল ইসলাম সিদ্দিকী, আলহাজ্ব এখলাছুর রহমান, ফখরুল ইসলাম,জেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা মকবুল হোসেন খান,শহর আল ইসলাহ সভাপতি কাজী মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী,সদর উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি কবীর আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, তালিমুল কোরআন সেন্টারের পরিচালক মাওলানা দিলশাদ আহমদ খান,জালালী কাফেলা সদস্য মোস্তফা আহমদ, জাকির হোসেন জবলু, জুবায়ের আহমদ রাজু,তুষার আহমদ,সৌদ আল সুফিয়ান সাগর প্রমুখ।
মন্তব্য করুন