শাহাব উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সৈয়দা সায়রা মহসীন

January 8, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো: শাহাব উদ্দিন বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী হওয়ায় প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর সহধর্মীণি সাবেক এমপি সৈয়দা সায়রা মহসীন ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

৭ জানুয়ারী সোমবার বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিনের বাসভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর ব্যক্তিগত সহকারী (পিএস) এম সাইফুুল ইসলাম খান, জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশন ঢাকা এর সাধারন সম্পাদক সিএম আহাদ জুয়েল, জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশন ঢাকা এর সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান সায়েদ প্রমুখ।

সাংসদ মো: শাহাব উদ্দিন এমপি মুঠোফোনে জানান, বন ও পরিবেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি আরো বলেন এ পাওয়া আমার একার নয়, বড়লেখা-জুড়ীবাসী তথা মৌলভীবাজারবাসীর। তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com